অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট হয়েছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনে। ময়মনসিংহে তিন আওয়ামী লীগ নেতাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হয়েছেন দলটির মহানগর কমিটির সভাপতি ইকরামুল হক টিটু।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সূচনা। নিজ নগরীর উন্নয়ন নিয়ে গতকাল আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন তিনি।
জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শনিবার ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের আরও ২২৯টি নির্বাচন ও উপনির্বাচন হয়েছে। নির্বাচন হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও। কেমন হয়েছে এই নির্বাচনগুলো?
জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট খুব বেশি পড়েনি, তা নিয়ে নানা কথা। এর দুই মাসের মাথায় কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি যে আসবে না, তা তারা আগেই পরিষ্কার করেছিল।